আজ বুধবার

১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৯শে সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:২৭

এখলাছপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

632 Views

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হচ্ছে। এর ফলে তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারছে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, এখলাছপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এসময় এখলাছপুর ইউনিয়ন পরিষদ এর কর্মকান্ড, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইউনিয়ন পরিষদ থেকে নেয়া সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!