আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:৫০

‘মতলব-গজারিয়া সেতু দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দ্বার উন্মোচন করবে’

925 Views

চাঁদপুরের মতলব উত্তর-গজারিয়া সড়কে মেঘনা-ধনাগোদা নদীর ওপর প্রস্তাবিত সেতু দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

এরইমধ্যে গত বৃহস্পতিবার (২৬ জুন) দিনব্যাপী নির্মাণ প্রকল্পের সংযোগ সড়ক ও নির্মাণ স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প মনিটরিং টিমের আহবায়ক।

এ পরিদর্শনে অংশ নেন সেতু বিভাগের প্রশাসন অধিশাখার উপসচিব ড. ভেনিসা রড্রিক্স, সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারউদ্দৌলা চৌধুরী ভূলু, প্রকল্প পরিচালক, মনিটরিং টিমের সদস্যবৃন্দ, প্রকৌশলীরা, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এনজিও প্রতিনিধিরা।

পরিদর্শনকালে প্রকল্পের সংযোগ সড়কের অ্যালাইনমেন্ট, নদীর ওপর মূল সেতুর অবস্থান, ভূমি অধিগ্রহণ এলাকা ও পরিবেশগত বিষয়াদি ঘুরে দেখা হয়। পরিদর্শন শেষে কর্মকর্তারা ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে চাঁদপুরের মতলব উত্তর থেকে সরাসরি মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে ঢাকা যাতায়াত অনেক সহজ ও স্বল্পসময়ে সম্ভব হবে। শুধু তাই নয়, এই সেতু চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ বৃহত্তর দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর দূরত্ব অনেক কমিয়ে আনবে। এতে করে কৃষি, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। এই সেতু প্রকল্পকে চাঁদপুরবাসী ও মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন বলে উল্লেখ করেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করে নির্ধারিত সময়ে সেতু নির্মাণ সম্পন্ন করা হবে।

সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, সরকার এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে, যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!