আজ মঙ্গলবার

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:৪৬

ষাটনলে ফ্রিজ-কাপ মিনি ফুটবলের চ্যাম্পিয়ন ‘জোড়খালী একাদশ’

116 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট কর্তৃক আয়োজিত ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে ষাটনল পর্যটন কেন্দ্র মাঠে ফুটবল প্রতিযোগিতা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই প্রতিদ্বন্দ্বী দল জোড়খালী একাদশ ও ষাটনল ফিরোজ একাদশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে জোড়খালী একাদশ ৪-২ গোলে ষাটনল ফিরোজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার উদ্বোধন করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হলে এ ধরনের আয়োজনকে উৎসাহিত করতে হবে। ষাটনলের ক্রীড়াপ্রেমী মানুষ এই আয়োজনের মাধ্যমে আবারও ঐক্যবদ্ধ হয়েছেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খান বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক সম্প্রীতি ও স্বাস্থ্য সচেতনতারও মাধ্যম। রাজনৈতিক বিভক্তির ঊর্ধ্বে উঠে সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল বলেন, মাঠে গড়া তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। রাজনৈতিক অঙ্গনের বাইরেও এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ষাটনল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ষাটনল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ সোহেল, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার, ছেংগারচর পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুরনবী, যুবদল নেতা আক্তার হোসেন, ছাত্রদল নেতা রনি হোসেন, সিয়াম তাতী, লিটন তাতী প্রমুখ।

মাঠজুড়ে দর্শকদের উল্লাস আর করতালিতে মুখর ছিল পুরো আয়োজন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হলে এলাকার তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!