আজ মঙ্গলবার

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:০৬

মহানবীর কটুক্তিকারীর বিরুদ্ধে এবার মামলা

84 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ওমান প্রবাসী হিন্দু সম্প্রদায়ের এক যুবক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনার প্রায় ৮ দিন পর কটুক্তিকারী যুবক শান্ত সুত্রধরকে প্রধান এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহ গিয়াস। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ জুন ওমানে বসবাস করে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় এলাকার শান্ত সুত্রধর নামক যুবক তার ফেইসবুক আইডিতে প্রিয় নবী এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করে কটুক্তি করায় মতলব তথা চাঁদপুর জেলা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

মতলব দক্ষিণ উপজেলার ইসলামী বিভিন্ন সংগঠন এবং সামাজিক, রাজনৈতিক ও তৌহিদী জনতা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পাশাপাশি ওমান প্রবাসী কুলাঙ্গার শান্ত সুত্রধরকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনাসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির আল্টিমেটাম দেন নবী প্রেমিক তৌহিদী জনতা।

আন্দোলনের সাথে বিভিন্ন সংগঠন একমত পোষন করলেও আইনি প্রক্রিয়ায় এগুতে এবং মামলার বাদী হওয়ার বিষয়ে কেউই এগিয়ে না আসায় মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস নিজেই ঘোষনা দেন মামলার বাদী হওয়ার।পরবর্তীতে তিনি বাদী হয়ে শান্ত সুত্রধরকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী শান্ত সুত্রধরকে ওমান থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত আইনী লড়াই করে যাবেন তিনি।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, যেহেতু শান্ত সুত্রধরের বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন তা করা হবে।কোন ছাড় দেয়া হবে না।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!