আজ বৃহস্পতিবার

১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৪৬

ইসলামাবাদে চাল বিতরণে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

227 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসকে আহ্বায়ক, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে সদস্য এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইসলামাবাদ ইউনিয়নের ট্যাগ অফিসার তারিক মাহমুদকে সদস্য-সচিব করে গত ২৬ জুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনির স্বাক্ষরে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক অভিযোগের সত্যতা যাচাই করে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়া হয়েছে। তদন্তের স্বার্থে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। গরিব জেলেদের প্রাপ্য নিয়ে কেউ যেন নয়-ছয় করতে না পারে, সে বিষয়ে আমরা দৃঢ় অবস্থানে আছি।উল্লেখ্য, তদন্ত কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!