আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

ভোর ৫:৩৬

মতলব দক্ষিণে দেড় মাসেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

151 Views

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ১২ বছর বয়সী মোঃ মুজাহিদ নামে এক মাদ্রাসা ছাত্র প্রায় দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র মুজাহিদের পরিবারের সদস্যরা।

মোঃ মুজাহিদ গত ১৯ মে (বুধবার) বিকেলে চাঁদপুর সদর উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসা মাঠে সহপাঠীদের সাথে খেলতে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি। এই দেড় মাসে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মিজির ছেলে মোঃ মুজাহিদ এর শারীরিক গড়ন: চুল-ছোট/খাট, গায়ের রঙ: শ্যামলা ও মুখমন্ডল: কিছুটা লম্বাটে। নিখোঁজের সময় তার পড়নে সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি পরিহিত ছিল।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন নিখোঁজ মুজাহিদের বাবা।
জিডি নং- ১৪৭২। তবে তার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই বলেও জানান মুজাহিদের পিতা মো. জামাল মিজি।

এদিকে মুজাহিদের বাবা জামাল মিজি তার সন্তানের খোঁজে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি। এবং তার কোনো খবর পেলে 01872572224, 01819197946 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!