চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির সামনে দায় স্বীকার করেছেন ইসলামাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল।
পরে বুধবার (২ জুলাই) সকালে নিজ উদ্যোগে পুনরায় ৪৬০ জন জেলের মাঝে অতিরিক্ত ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এর আগে, চাল বিতরণে অনিয়মের অভিযোগে গত ২৬ জুন উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
অভিযোগে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল ও মে মাসে জাটকা আহরণে বিরত থাকা ৪৬০ জন নিবন্ধিত জেলের জন্য জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও ৬৫ থেকে ৭০ কেজি করে চাল বিতরণ করে আলোচনার জন্ম দেন ওই চেয়ারম্যান।