আজ বৃহস্পতিবার

২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৭শে সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৮:৩৮

মতলব উত্তরে কৃষকদলের ৩১ দফার লিফলেট ও বিলবোর্ড স্থাপন

192 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকদলের নেতাদের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা বাংলাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী এর ছবি সংবলিত ৩১ দফার বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন জজ, মোঃ হারুন অর রশিদ, পাইলট, যুবদল নেতা মোঃ শাহীন খান ও উপজেলা জিয়া সংসদ পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভূইয়া’সহ নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!