চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইউনিয়নের ডুবগি গ্রামের রিয়াজ উদ্দিন ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে (এএসপি) মেধাতালিকায় এগার তম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।
রিয়াজ উদ্দিন মরহুম মো. শফিকুল ইসলাম ও রাহিমা খাতুনের ছেলে। তিনি ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট।তার বাবা চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ছিলেন।
রিয়াজ উদ্দিনের বড় ভাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ছেংগারচর সপ্রাবি’র সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমরা ৪ ভাই ও দু বোন। রিয়াজ উদ্দিন সবার ছোট। আমার বাবা যখন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা তখন সেখানেই রিয়াজ তার বাল্যকাল কাটিয়েছে। চট্টগ্রামে এইচএসসি শেষ করে রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে। বর্তমানে চট্টগ্রাম বিএসটিআইতে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছে বলেও জানান তিনি।
রিয়াজ উদ্দিন জানান, বাবা-মা চেয়েছিলেন আমি একদিন বড়ো পুলিশ অফিসার হবো। আমি তাদের কথা রাখতে পেরেছি। কিন্তু আজ আমার বাবা নেই। বাবা থাকলে অনেক খুশি হতেন। আমার মা আমার সফলতায় অনেক খুশি হয়েছেন। বাবা-মার প্রত্যাশা পূরণে সক্ষম হওয়ায় মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। কর্মজীবনে যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি সেজন্যে সকলের দোয়া কামনা করছি।। এদিকে রিয়াজের এ সাফল্যে পরিবার-এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে।