বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু বলেছেন,বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি হচ্ছে জনবান্ধন সর্ববৃহৎ রাজনৈতিক দল।
রোববার (৬ জুলাই) মতলব পৌর ৮ নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে বরদিয়া আড়ং বাজারে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে এই কৃষকদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ন্যায় তারেক রহমানও কৃষকদের কল্যাণে কৃষিনির্ভর বাংলাদেশ গড়বেন।
তিনি আরও বলেন, তারেক রহমান যদি দেশে থাকতেন, তাহলে তিনি নিজেই সশরীরে আপনাদের কাছে আসতেন এবং বক্তব্য রাখতেন। তার উদ্যোগেই আজ সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান।
মতলব পৌর কৃষকদলের সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।বিশেষ বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান।এছাড়া আরো বক্তব্য রাখেন মতলব পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক হায়াত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন,৮ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি সেলিম প্রধানীয়া,সাধারণ সম্পাদক নোমান হোসেন (দুঃখু মিয়া),সাংগঠনিক সম্পাদক মামুন প্রধানীয়া।আলোচনা শেষে মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা রোপন করা হয়।