আজ শনিবার

১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১১:০০

জুয়েল হত্যাকাণ্ডে পাঁচ আসামির রিমান্ড শুনানি আজ

331 Views

চাঁদপুরের মতলব উত্তরে আলোচিত ফরহাদ জুয়েল (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

আবেদনের শুনানি আজ বুধবার (৯ জুলাই) চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফরহাদ জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে মতলব উত্তর থানা পুলিশ।

ফরহাদ জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- জিহাদুল ইসলাম, নজরুল ইসলাম, কবির হোসেন, মনির হোসেন ও মনির হোসেন খালাসী। এদের মধ্যে চারজনের বাড়ি মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামে এবং একজনের একই উপজেলার মোহনপুরে।

গত ৪ জুলাই সকালে ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৫ জুলাই হাইমচর উপজেলার নীলকমল এলাকার মেঘনা নদীতে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।

এরপর নিহত জুয়েলের বাবা আবুল হাশেম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য যাচাই এবং মামলার অগ্রগতি নিশ্চিতের জন্য রিমান্ড প্রয়োজন। আদালতের অনুমতি পেলে আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্তকে আরও গভীরে নিয়ে যেতে পারবো।’

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘হত্যাকাণ্ডটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কোনো অপরাধী যাতে রেহাই না পায়, এজন্য পেশাদারিত্বের সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার ৫ আসামির রিমান্ড মঞ্জুর হলে তদন্ত আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।’

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!