আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:৪২

মতলব উত্তরে এসএসসিতে পাশের হার ৪৯.৬০, জিপিএ ৬৭ জন

207 Views

মতলব উত্তর উপজেলায় এবার এসএসসিতে পরীক্ষায় পাশের হার ৪৯.৬০, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন, মোট পরীক্ষার্থী ৩ হাজার ৯৫৭ জন, পাশ করেছে ১ হাজার ৯৬৩। দাখিলে পাশের হার ৪৯. ৫২, জিপিএ-৫ পেয়েছে ৪ জন, মোট পরীক্ষার্থী ৫১৫ জন, পাশ করেছে ২৫৫ জন। ভোকেশনালে পাশের হার ৬৫.৮, জিপিএ-৫ পেয়েছে ১০ জন, মোট পরীক্ষার্থী ২৪৭ জন, পাশ করেছে ১৬১ জন। তবে গত বছরের তুলনায় এবার ফলাফল মান নিম্নমান হয়েছে।

নিম্বে স্কুল ভিত্তিক ফলাফল দেওয়া হলোঃ-ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৫৬ জন, পাশ ১৩৫ জন, জিপিএ-৫ ৭ জন, পাশের হার ৫৩.০০। দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩১ জন, পাশ ৪৪ জন, জিপিএ-৫ ১, পাশের হার ৩৪.০০। মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৫ জন, পাশ ৪২ জন, জিপিএ-৫ ১, পাশের হার ৪৯.০০। এখলাছপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১২২ জন, পাশ ৪৫ জন, জিপিএ-৫ ১ জন, পাশের হার ৩৭.০০। পাচঁআনী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬৪ জন, পাশ ২৫ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৯.০০। নীলনগর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬৪ জন, পাশ ১৭ জন, জিপিএ-৫ ১ জন, পাশের হার ২৬.৪৩। চরকালিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৬৪ জন, পাশ ১১৩ জন, জিপিএ-৫ ৯ জন, পাশের হার ৬৮.৪৮। মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭০ জন, পাশ ৩১ জন, জিপিএ-৫ ১ জন, পাশের ৪৪.২৯। ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৫৫ জন, পাশ ৮৩ জন, জিপিএ-৫ ১ জন, পাশের ৫৪.০০।

শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৯৪ জন, পাশ ৪৯ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫২.১৩। লুুধুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৯৮ জন, পাশ ৫৪, জিপিএ-৫ ২ জন, পাশের হার ৫৬.০০। ছিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৩ জন, পাশ ১৬ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৭.০০। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫২ জন, পাশ ৩০ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৬.০০। দি কার্টার একাডেমী মোট পরীক্ষার্থী ১২ জন, পাশ ১২ জন, জিপিএ-৫ ২ জন, পাশের হার ১০০.০০। মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩৩ জন, পাশ ৬৪ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৪৭.০০। নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২০০ জন, পাশ ৯০ জন, জিপিএ-৫ ২ জন, পাশের হার ৪৫.৪৫। দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১১০ জন, পাশ ৫৬ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫১.০০।

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৯ জন, পাশ ৫২ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৮.৪২। বাগানবাড়ি আইডিয়েল একাডেমী মোট পরীক্ষার্থী ১৫০ জন, পাশ ১০৩ জন, জিপিএ-৫ ৪, পাশের হার ৬৯.১৩। বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৩ জন, পাশ ৪১ জন, জিপিএ-৫ ১, পাশের হার ৪৯.৪০। পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১২০ জন, পাশ ৬৫ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৫.০৮। শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪৯ জন, পাশ ২৯ জন, জিপিএ-৫ ২, পাশের হার ৫৯.১৮। কালীপুর হাইস্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ১৭৪ জন, পাশ ১১৮ জন, জিপিএ-৫ ১৩, পাশের হার ৬৮.৬০। হাজী মোঃ ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৭ জন, পাশ ৪২ জন, জিপিএ-৫ ৩, পাশের হার ৪৮.২৮।

ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১০৭ জন, পাশ ৫০ জন, জিপিএ-৫ ১, পাশের হার ৪৭.১৭। ওটারচর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩২ জন, পাশ ৫৬ জন, জিপিএ-৫ ০, পাশের হার ৪২.০০। অলিপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৩ জন, পাশ ৩৫ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৬৬.০৪। জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭১ জন, পাশ ৩৮ জন, জিপিএ-৫ ২, পাশের হার ৫৪.০০। রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৫ জন, পাশ ১৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৬৮.০০। জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১০৮ জন, পাশ ৪১ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৭.৯৫। ফতেপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১০৬ জন, পাশ ৩৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৪.৯১। ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩৭ জন, পাশ ১৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৪৫.৯৫।

নন্দলাল সামাদিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩১ জন, পাশ ৪৪ জন, জিপিএ-৫ ২ জন, পাশের হার ৩৩.৫৯। চরপাথালিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬১ জন, পাশ ১৪ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ২২.৯৫। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২৪২ জন, পাশ ১৪২ জন, জিপিএ-৫ ৬ জন, পাশের হার ৫৭.৯৬। আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭১ জন, পাশ ১১ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ১৫.০০। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬৫ জন, পাশ ৫৪ জন, জিপিএ-৫ ২ জন, পাশের হার ৮৩.০৮। হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৮৬ জন, পাশ ৫৭ জন, জিপিএ-৫ ৩ জন, পাশের হার ৬৬.২৮। গাজীপুর কেএএল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫৭ জন, পাশ ২১ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৭.৫০।

দাখিলে মাদ্রাসা ভিত্তিক ফলাফল দেওয়া হলো: ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৫০ জন, পাশ ২৯ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৮.০০। সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৭৯ জন, পাশ ২৬ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩২.৯১। হাশিমপুর আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৯ জন, পাশ ১৬ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৫.০০। নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৬৮ জন, পাশ ২৪ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৫.০০। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৪২ জন, পাশ ২৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৬৪.০০।

লবাইরকান্দি আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৪১ জন, পাশ ১৬ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৯.০০। রাঢ়ীকান্দি দাখিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৪৩ জন, পাশ ২৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৩৭.০০। আমিয়াপুর মহিলা দাখিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ৩১ জন, পাশ ১৭ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৪.০০। রসুলপুর হাজী চাঁনব· সরকার দাখিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৪ জন, পাশ ১৪ জন, জিপিএ-৫ নেই, পাশের হার ৫৮.০০।

আলিয়াবাগ দাখিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩৪ জন, পাশ ৩৪ জন, জিপিএ ৫ -৪ জন, পাশের হার ১০০.০০। দশানী মোহনপুর উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষার্থী ৪২ জন, পাশ ১১ জন, জিপিএ ৫-নেই, পাশের হার ২৬.০০। লুধুয়া আহমাদিয়া (সাঃ) দাখিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩২ জন, পাশ ১৪ জন, জিপিএ ৫- নেই, পাশের হার ৪৩.০০।

ভোকেশনাল ভিত্তিকঃ জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১০৯ জন, পাশ ৬৯ জন, জিপিএ ৫-৫ জন, পাশের হার ৬৩.০০। সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫০ জন, পাশ ৩০ জন, জিপিএ ৫-১জন,পাশের হার ৭১.৪৩। চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৫৩ জন, পাশ ৩৭ জন, জিপিএ ৫-৩জন, পাশের হার ৬৯.৮১।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!