চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৭ টি মাদ্রাসার মধ্যে একটিমাত্র মাদ্রাসা শতভাগ পাস করেছে। ওই মাদ্রাসার নাম নাগদা সুফি আহমেদ মহিলা দাখিল মাদ্রাসা। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২ ছাত্রী। পাশও করেছে দু’জনেই। বিষয়টি নিয়ে পুরো উপজেলায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।
উপজেলার ১৭ টি মাদ্রাসার মধ্যে স্বনামধন্য মাদ্রাসাও রয়েছে বেশ কয়েকটি। একটিতেও শতভাগ পাশ করেনি। তবে ঘিলাতলী ফাজিল মাদ্রাসায় পাশের হার ছিলো ৭২.০৯%।
১৭ টি মাদ্রাসার মধ্যে ফলাফল বিপর্যয় হয়েছে ১৩ টি মাদ্রাসায়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয় হয়েছে দক্ষিণ করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ২ জন। গড় পাশের হার ৮.৩৩%।
বিগত কয়েক বছরেও এমন বিপর্যয় হয়নি দাখিল পরীক্ষার ফলাফলে। এ ধরনের ফলাফলের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকদেরকে দায়ী করছেন অভিভাবকরা। এ নিয়ে চরম ক্ষোভও প্রকাশ করেছেন তারা।