আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ২:৩০

বিএনপিকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না: তানভীর হুদা

62 Views

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, কোন জুলুমবাজ, অত্যাচারীর মতলবে ঠাঁই হবে না—সে যে দলেরই হোক না কেন। বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। গুটি কয়েকজন সুবিধাভোগীর জন্য জনগণের দল বিএনপিকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। দল ভারী করার জন্য ফ্যাসিস্টদের সহযোগীদের টেনে আনার প্রয়োজন নেই।

শনিবার (১২ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলার ছোট লক্ষীপুর মাদ্রাসা, উত্তর টরকি মোল্লা বাড়ি, নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরিয়া দাশের বাজার, ঠেটালিয়া বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা বলেন, মতলবের সাধারণ মানুষের কাছে আমি দায়বদ্ধ। কিছু উশৃঙ্খল নেতৃবৃন্দ নিজেদের আচরণে দলের বদনাম ছড়াচ্ছে, তাদের ব্যাপারে কঠোর হতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করতে হবে। ইনসাফ ও ন্যায়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরোও তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তি নয়, দল ও আদর্শই বড়। বিএনপি জনগণের দল, দলীয় শৃঙ্খলা ও জনগণের ভালোবাসাই আমাদের মূল শক্তি।

তিনি গত বছরের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

পথসভাগুলোর সময় উপস্থিত ছিলেন—চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন মজুমদার, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!