আজ রবিবার

১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৩:২২

‘মতলবে ঘুরে ঘুরে চোরাই সিম বিক্রি করত তারা’

111 Views

চাঁদপুরে গ্রামীণফোনের ১০৪ টি চোরাই মোবাইল সিমসহ প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতলব উত্তর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৯ জুলাই মতলব উত্তর থানার এসআই আবুল কালাম আজাদ ও তার ফোর্স এখলাসপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে মিন্টু, মো. সোহেব বিন আবদুল্লাহ, মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. রাব্বী মুন্সি। তারা চাঁদপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উদ্ধারকৃত সিমগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার ৫০০ টাকা। পুলিশের ধারণা, এসব সিম প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছিল।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনে আমরা সবসময় সচেষ্ট। চোরাই মোবাইল সিম দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা তৎপর হই। এই ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মতলব উত্তরকে নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!