আজ রবিবার

৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১২:২৩

অপরাধীদের উদ্দ্যেশ্যে কড়া হুশিয়ারী দিলেন ড. জালাল উদ্দিন

114 Views

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীর বিএনপিতে কোন ঠাঁই নেই। বিএনপি করতে হলে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে। যারা এসব অপরাধের সাথে জড়িত থাকার ইচ্ছা আছে তারা বিএনপির ধারে কাছে থাকবেন না এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।

রবিবার(১৩ জুলাই) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া নোয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দিন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন তাদের বেশি মূল্যায়ন করা হবে। এছাড়া যারা এসেই বিএনপির সদস্য হতে চাইবে এমন কাউকে সদস্য করা হবে না। এমনকি যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট সরকারের কর্মী হয়ে কাজ করেছে তারাও বিএনপির সদস্য হতে পারবে না। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এবং আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করি।

ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক অ্যাড. বাদল বেপারী, মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা দলের সভাপতি মনিরা চৌধুরী, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আঃ গণি তফাদার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, ছেংগারচর পৌর যুবদল নেতা মোঃ নুর নবী, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানী সহ শত শত নেতাকর্মী।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!