আজ সোমবার

১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১২:১৩

মতলবের এস.ই.এল মডেল একাডেমিতে সেরা ফলাফলে উল্লাস

59 Views

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্যতম আধুনিক ও মনোরম পরিবেশে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান এস ই এল মডেল একাডেমি। রিহ্যাব এর সাবেক প্রেসিডেন্ট ও আবাসন শিল্লের পথিকৃত এসইএল এর এমডি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়ালের উদ্যোগে উপজেলার চান্দ্রাকান্দিতে গড়ে ওঠে প্রতিষ্টানটি।

পরপর চারবার এসএসসি পরীক্ষার ফলাফলে মতলব উত্তরে প্রথম স্থান অধিকার করায় রবিবার (১৩ জুলাই) এস.ই.এল মডেল একাডেমি ক্যাম্পাসে বিদ্যালয়টির শিক্ষক, অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং পুরানো শিক্ষার্থীরা আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করেন।

এদিন সকাল ১০ টা থেকে এস ই এল মডেল একাডেমির মাঠে নানান আয়োজনের মধ্যে দিয়ে উত্তীর্ণ সকলকে বরণ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে আনন্দ ভাগাভাগি করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল স্যারের প্রচেষ্টায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করেছি, ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছি আর তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সফলতা। ইনশাল্লাহ আগামীতে আমরা চাঁদপুর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী লিয়াকত আলী খোকন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মুন্সী প্রমূখ।

বিশিষ্ট শিক্ষানুরাগী লিয়াকত আলী খোকন চৌধুরী বলেন, মোট ২৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন পাশ করেছেন পাশের হার ৮৮.১৮% ও ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। অর্থাৎ মোট শিক্ষার্থীদের মধ্য থেকে পাশের হার ও প্রাপ্ত জি পিএ ৫ পাওয়ার গড় বিবেচনায় এবারও প্রতিষ্ঠানটি মতলব উত্তর উপজেলার মধ্যে ফলাফলের দিক থেকে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। গত তিন বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এখন লক্ষ্য থাকবে আরো ভালো ফলাফল ও ভালো মানুষ তৈরি করে এই প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। তিনি আরো যোগ করেন এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রচেষ্টা ও মা বাবার দোয়ায় আজকে আমরা এত ভালো ফলাফল করতে পেরেছি। আমরা আশা করি এ বিদ্যালয়টি একদিন বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে, ও অন্যান্য শিক্ষার্থীদের জন্যও স্বপ্নের বিদ্যালয়ে হয়ে উঠবে এই এস ই এল মডেল একাডেমি। শিক্ষার্থীরা বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল স্যারের উদ্যোগগুলোর ভূয়েসী প্রশংসা করেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!