মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেছেন,পরিবার-পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির এই যুগে সচেতনতা বাড়িয়ে প্রত্যেক পরিবারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যুব-সমাজের ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও।
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মেহেদী আল মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রায়হান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন ফেরদৌস।
আলোচনা শেষে উপজেলার সেরা ইউনিয়ন হিসাবে ৫নং উপাদী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্লহ প্রধান, জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (উপাদী উওর), সুমন চন্দ্র সরকার এবং জেলা ও উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী আলেমা সুলতানা (উপাদী উওর)কে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া জেলা পর্যায়েও তারা দুজন শ্রেষ্ঠ হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীনের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করছেন।