আজ মঙ্গলবার

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ১০:৩৩

মতলব উত্তরে পানির মোটর, যন্ত্রাংশসহ যুবক গ্রেপ্তার

162 Views

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ অভিযানে চুরির ঘটনায় ব্যবহৃত ১টি ওয়েল্ডিং মেশিন, ১টি ড্রিল মেশিন ও ৩টি পানির মোটর উদ্ধার করেছে। এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে জিসান আহাম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে মতলব উত্তর থানার এএসআই মো. রবিউল হোসেন ও এএসআই সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।

আরে জানা যায়, এফআইআর নম্বর-৩৯, জি.আর নম্বর-৪৪১/২৫, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী দায়ের করা মামলার তদন্তে পুলিশ সন্দেহভাজন হিসেবে দূর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি গ্রামের কালাই প্রধানের ছেলে জিসান আহাম্মেদ (২৮) কে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও মতলব উত্তরের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা তৎপর থাকবো।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!