আজ মঙ্গলবার

১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ১:০৩

‘দুটি সন্তানই যথেষ্ট’ এই শ্লোগানটি বাস্তবায়ন করতে হবে: ইউএনও

66 Views

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, ‘ পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আজকের তরুণ প্রজন্মকেই পরিবার গঠনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক—২টি সন্তান যথেষ্ট—এই বার্তাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

সোমবার (১৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে
বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্যে ইউএনও আরও বলেন, জন্মনিয়ন্ত্রণ একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা না থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বিস্ফোরণ আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ হোক, শিক্ষিত হোক, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। এজন্য তারুণ্যকে সচেতন, দক্ষ ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা) ডা. রোমানা আফরোজ প্রমূখ।

আলোচনা শেষে চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. রোমান মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) লিপি আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোরশেদা আক্তার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ফরাজীকান্দি ইউনিয়ন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, মাঠকর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!