মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাদ জোহরের নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। পরে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় পারিবারিক ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে। জানাজা শেষে তাঁকে ঘনিয়ারপাড় কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকারের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
এর আগে, সোমবার দিবাগত রাত ২টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই বীর মুক্তিযোদ্ধা একাধারে ছিলেন সমাজসেবক, অভিভাবক এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর মৃত্যুতে গ্রামবাসীসহ পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী। পরিবার ও আত্মীয়স্বজনরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী ও সদালাপী মানুষ। ব্যক্তিগত জীবনে কঠোর পরিশ্রমী ও ন্যায়পরায়ণ ছিলেন তিনি। তার মৃত্যুতে প্রতিবেশী আব্দুল ওয়াদুদ মাষ্টার আবেগভরে বলেন, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে আমরা যেন একজন নির্ভরতার জায়গা হারালাম।
স্থানীয়দের মতে, তাঁর মতো মানুষ যুগে যুগে একবারই জন্ম নেয়। জীবদ্দশায় তিনি যেভাবে মানুষকে ভালোবেসেছেন, সেভাবেই সবাই তাঁকে আজ শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানিয়েছে।