আজ মঙ্গলবার

২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৬:৫৮

মতলবে ব্রিজ আছে সড়ক নেই, দুর্ভোগে এলাকাবাসী

164 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ব্রিজের এপ্রোজে মাটি ভরাট না করায় জনদুর্ভোগ চরমে এলাকাবাসীর বিক্ষোভ। চলতি বছরের জানুয়ারী মাসে ব্রিজের নির্মাণ কাজ শুরু হলেও এখন পর্যন্ত ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ব্রিজের এপ্রোজের কাজ এবং মাটি ভরাট হলে ব্রিজটি চলাচলের উপযোগী হবে বলে আশাবাদী এলাকাবাসী।

সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসিনতার কারণে সংযোগ সড়কে মাটি ভরাট না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এই নিয়ে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার ১৭০ নং ডিঙ্গাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, বার বার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বর্তমানে চলাচল করতে হচ্ছে এই ব্রিজ দিয়ে । বর্ষায় ব্রীজের দুই পাশে পানি জমে থাকায় চলাচলের অনপযোগী হয়ে উঠেছে। তাই দ্রুত মাটি ভরাট করে ব্রীজটি ব্যবহারের উপযোগী গড়ে তুলতে দাবি জানান এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন, ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন বেপারী, মেহেদী হাসান (শাহিনুর) আলাউদ্দিন বারুহাজী, নাছির গাজী,শাহ জালাল গাজী, শামীম গাজী প্রমুখ।

এই বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্রীজটি এখনো নির্মাণাধীন, ঢালাইয়ের কাজ এক মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে হয়। তবে জনসাধারণের চলাচলের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!