বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির ডাক দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা।
আজ শুক্রবার (১৮ জুলাই) সুজাতপুর বাজারের মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচীর উদ্বোধন করবেন তিনি।
মতলব উত্তর উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও নতুন সদস্যদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় নেতারা জানান, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে। একইসাথে নতুন প্রজন্মকে দলের আদর্শের সঙ্গে যুক্ত করাই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকায় তার অনুসারী ও দলীয় কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে, গত ১২ জুলাই (শনিবার) মতলব দক্ষিণ উপজেলা ও পরদিন ১৩ জুলাই (রোববার) মতলব উত্তরে তার অনুসারীদের নিয়ে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্ধোধণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ ( মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড.মোঃ জালাল উদ্দিন।