চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নওগাও গ্রামের শতবছর পুরনো যাতায়াতের একটি রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে মরহুম নজরুল প্রধানিয়ার মেয়ে তাছলিমা ইসলাম। তিনি হলেন যুগ্ম কর কমিশনার (কর অঞ্চল -২ চট্টগ্রাম)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে তার বিরুদ্ধে এবং বাড়ীর সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিলন বলেন, শতবছরের পুরনো রাস্তাটি হঠাৎ করে লোহার এ্যাঙ্গেল দিয়ে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পথটি বন্ধ করে দেয়ায় সমাজের আল ফালাহ জামে মসজিদের মুসল্লি এবং ৩০ টি পরিবারসহ আশপাশের ৫ গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। রাস্তাটি বন্ধ করার সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ দিয়ে হয়রানি করেন ওই যুগ্ম কর কমিশনার তাছলিমা ইসলাম।
মুক্তিযোদ্ধা আলী হোসেন পাটোয়ারী বলেন, রাস্তাটি বন্ধ না করতে ওনাকে বহু অনুরোধ করা হয়েছিল। তিনি নিজের ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ কয়েক বছরের পুরনো চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করার কারনে স্কুল, কলেজ,মাদ্রাসা এবং বিভিন্ন পেশার মানুষের যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে।
যুবদল নেতা আবুল কাশেম পঙ্কু বলেন, ওনি সন্মানী ব্যক্তি। সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি।এলাকাবাসীর অনেক প্রত্যাশা ওনার প্রতি। কিন্তু হঠাৎ করে তিনি সর্বসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে।এলাকাবাসী পথটি খুলে দেয়ার জন্য বহুবার অনুরোধ জানানোর পরও কর্ণপাত না করায় ভুক্তভোগী এলাকাবাসী আজকে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার বিরুদ্ধে।
এ সময় আর্শ্বাদ পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, এমদাদ পাটোয়ারী,মোশাররফ পাটোয়ারী,তাফাজ্জল পাটোয়ারী, মাসুদ হাসান প্রধান, আজাদ পাটোয়ারী রাশেদ প্রধানিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন, শত বছরের পুরনো রাস্তা খুলে না দিলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ভুক্তভোগী এলাকাবাসী।