২০২৪ সালের গণঅভ্যুথ্যানের শহীদদের স্মরণে চাঁদপুরের মতলব উত্তরে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার পাঠান বাজারে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্বে দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনসহ শত শত নেতাকর্মী।