মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানায় দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
বুধবার (১৭ জুলাই) থানার এসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার রায়েরকান্দি এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৩) কে গ্রেপ্তার করেন।তার বিরুদ্ধে ২০২২ সালের ২৫ মার্চ দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত এ দণ্ড দেন আদালত।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, দণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে এবং চলবে।গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।