জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায়ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালার “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালন উপলক্ষে শনিবার (১৯ জুলাই) মতলব দক্ষিণ উপজেলার যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের কবরস্থান ও শ্মশানের পাশে বৃক্ষরোপণ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। বৃক্ষরোপণ শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, জুলাই বিপ্লবে মতলব দক্ষিণ উপজেলার দুই জন ছাত্র শহীদ হয়েছিলেন। এই ২ জনের নামে আজ এই বৃক্ষরোপণ করা হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এসময় উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোতাসিন হোসেন,উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্ল্যাহ প্রধান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।