আজ সোমবার

২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সন্ধ্যা ৬:৩৬

উপাদী উত্তরে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

19 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ।

তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে।তিনি আরো বলেন, যুব সমাজকে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি চর্চা করলে মেধা বিকশিত হয় এবং শরীর-স্বাস্থ্য ও মন সতেজ থাকে।৫ নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারন সম্পাদক মেহেদী হাসান হিরনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রনির পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক এজিএস জহিরুল হক জহির।

বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপাধি উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হোসেন মিয়াজি, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ জিসান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী।

খেলায় ধারাভাষ্যকারী হিসেবে ছিলেন ফয়সাল আহমেদ। খেলার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!