চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু হাসপাতালের আইসিউতে রয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের মধ্যে পৃথক এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাইয়ান (১৫ মাস) মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামের তৈয়ব আলীর ছোট ছেলে এবং আইসিইউতে চিকিৎসাধীন আকিব (২) মতলব উত্তর উপজেলার বোরচর গ্রামের প্রবাসী পারভেজ বেপারীর ছেলে।
নিহত রাইয়ানের পিতা তৈয়ব আলী গাজী বলেন,তার মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে কখন যে রাইয়ান বাড়ীর পুকুরে চলে যায় কেউ বলতে পারেনি।হঠাৎ করে তার মা তাকে না দেখে খোঁজতে খোঁজতে দেখতে পায় পুকুরের পানিতে ভাসছে সে। ডাকচিৎকার দেলে বাড়ীর লোকজনের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদটি দেয়ার সাথে সাথে স্বজনদের হৃদয়বিদারক আজারীতে বাতাস ভারী হয়ে যায়।
অপরদিকে মতলব উত্তর উপজেলার বোরচরের আকিবের মা বলেন, তার সন্তান বাড়ীর উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল।সবার অজান্তেই সে পুকুরে চলে যায়।বাড়ীর উঠানে অন্যান্য শিশুদের খেলা করতে দেখলেও তার সন্তানকে না দেখে বাড়ীতে খোঁজতে থাকে।হঠাৎ করে শোনতে পায় পুকুরের পারে পানিতে ভাসছে আকিব।সাথে সাথে বাড়ীর লোকজন উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা বেগতিক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীনে রয়েছে।
মৃত রাইয়ানের লাশ মতলব দক্ষিণ থানায় নেয়ার পর কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যু ডায়েরি হয়েছে।