চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মতলব উত্তর উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গত ২২ জুলাই সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত দিন ব্যাপী অভিযান পরিচালনা করে উপজেলার ষাটনল, দশানী, মোহনপুর বিভিন্ন এলাকা হতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে পোড়ানো হয়। মৎস্য আহরণে নিষিদ্ধ জাল সারাবছরই ব্যবহার অবৈধ।
তাই অবৈধ জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মো: সেলিম, ওআইসি, কোস্টগার্ড।