চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় “জুলাই বিল্পবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্ঠা জবাব চাই”এ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলা চত্বরে মতলব উত্তর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করে। বক্তারা প্রাথমিক ভিত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন অন্তভুক্ত করার দাবি সহ নানা দাবি শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহাদাত কায়সার শহিদ, কলাকান্দা আইডিয়েল ট্রাষ্ট একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক শুক্কুর আলী, সান সাইন একাডেমী স্কুলেল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রোজিনা আক্তার, ভারকপ কিন্ডারগার্টেন স্কুলের সহকারি শিক্ষিক ফেরদৌসী জাহান নীলা, এস ই এল মডেল একাডেমির প্রধান শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ, আপনজন ইন্টারন্যাশনাল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মোঃমাইন উদ্দিন, গ্রীন ফেয়ার কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রমিজ উদ্দিন, এড্র্রয়েট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, শফিকুল ইসলাম, দি রাইজিং সান কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা বেবী, অক্সফোর্ড একাডেমির প্রতিষ্ঠাতা রাসেল আহম্মেদ, আল ফাতেহা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, দি নিউ লাইফ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন প্রমূখ।
পরে মতলব উত্তর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।