আজ শনিবার

২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৮ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

বিকাল ৪:৪৩

৫ম শ্রেণীতে বৃত্তির দাবিতে অর্ধশত কিন্ডারগার্টেনের মানববন্ধন

66 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উপজেলার প্রায় অর্ধশত কিন্ডারগার্টেনের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ লাইনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানের ব্যানার ও প্লে কার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনোভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও আহত হয়েছেন, সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে মেনে নেওয়া যায় না।” তারা আরও বলেন, “কিন্ডারগার্টেনে পড়ুয়া শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকরাও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো।”


শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল, সহ সভাপতি আবদুর রব পাটোয়ারী, শাহজাহান সাগর, একেএম ছানাউল্যাহ, ডিএম আলাউদ্দিন, সাইদুল আরেফিন শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল জাহান শাওলিন, দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক শান্ত দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সালাহ উদ্দিন আহমেদ, এসোসিয়েশনের সদস্য মোঃ কামরুল ইসলাম, উপদেষ্টা রাম নারায়ন মজুমদার, সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, অভিভাবক শাকিলা আক্তার, শিক্ষক রীনা বণিক, শিক্ষার্থী নুহা সরকার প্রমুখ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!