বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো একটি প্রতিবাদ বিবৃতিতে রিজভী বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চাঁদপুর জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা, মতলব পৌরসভা, ছেংগারচর পৌরসভা এবং অন্তর্গত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল ও মহিলা দলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, “অতি শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে সমন্বয় করে নতুন কমিটি ঘোষণা করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।
তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। এটি বিএনপি ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, আমাদের উপজেলা বা পৌরসভা বিএনপির কোনো কমিটি বিলুপ্ত হয়নি। এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি উদ্দেশ্যপ্রণোদিত। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে।
আমরা দলীয়ভাবে ঐক্যবদ্ধ এবং কেন্দ্রীয় নির্দেশনার বাইরে কেউ এমন সিদ্ধান্ত দেয় না। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে সত্য তথ্য প্রকাশ করা হয়েছে, নেতাকর্মীদের সেটির ওপরই আস্থা রাখতে হবে।