চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ জুলাই) সকালে স্থানীয় এক গোপন সূত্রের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মাদক ব্যবসায়ী আওলাদ (৪৪), বোরহান (৪৯) এবং রাসেল (২৮)। এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা, ১টি ছুরি, ৩টি গ্যাস লাইট, ১টি গাঁজা সেবনকারী ফিল্টার ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’