আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

দুপুর ২:৫১

উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

7 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার একাধিকবারের সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন, সাহস ভাল কিন্তু দুঃসাহস ভাল না। যারা বিএনপিকে দুর্ভল ভাবছেন তাদের উদ্দেশ্যে করে তিনি একথা বলেন।বিগত ১৫/১৬ টি বছর গণতন্ত্রকে কবরস্থানে পরিনত করে ফেলেছে ফ্যাসিবাদী সরকার। আর সেই গণতন্ত্রকে বাঁচাতে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। মামলা, হামলা,গুম ও নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হওয়ার পরও দলটি অনেক শক্তিশালী এবং সুসংগঠিত।

গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশনায় এই সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দুঃসময়ে দলের পাশে ছিলেন তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করে যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।” ফ্যাসিবাদী কোন লোক যেন ডুকতে না পারে সেদিকে শতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর বলেন “বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন অপরিহার্য। প্রত্যেকটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে সদস্য ফরম বিতরণ করা হয়েছে এবং আমরা তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।” উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ বলেন,এ কার্যক্রমের মধ্য দিয়ে উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। কোন চাঁদাবাজ, ভূমিদস্যু,মাদক ব্যবসায়ীর স্থান বিএনপিতে হবেনা।

ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মাসুদ প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়াজী,ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, সাংগঠনিক সম্পাদক মহসীন খান অন্তর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম রনি।আলোচনা শেষে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!