চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার আয়োজন করে। সভায় সামাজিক নিরাপত্তায় নারী-শিশুর মর্যাদা, সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা করা হয়।
এ সময় সভায় অংশগ্রহণকারীরা শুরুতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করে। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র দে।পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী,
পজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেস ক্লাবের আহবায়ক মো. আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম,এনসিপির মতলব দক্ষিণ উপজেলা প্রধান সমন্বয়ক ডিএম আলাউদ্দিন, মতলব পৌর যুব জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাংবাদিক ইদ্রিস খান এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন প্রমুখ।