মতলব উত্তরে ২৫ কৃতি শিক্ষার্থীদের ‘এসইডিপি’র পুরষ্কার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধীনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি স্কুলে ১০ হাজার, কলেজে ২৫ হাজার টাকা করে ও ২৫ জন নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী।
তিনি বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ফলাফলের স্বীকৃতি। শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বগুণও বিকশিত হওয়া জরুরি। সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে এক নতুন উদ্দীপনা তৈরি করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের নেতৃত্ব দেবে। এ ধরনের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো ফলাফলের প্রতি আগ্রহী করে তোলে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, সহকারী পরিচালক মুহাম্মদ হেলাল উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম, ছেংগারচর সরকারি কলেজের প্রফেসর হোসাইন মো. ইয়াসিন, লুধুয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, নাউরি আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজুল ইসলাম, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, অভিভাবক প্রতিনিধি কামরুজ্জামান ও শিক্ষার্থী প্রতিনিধি মো. রাজিব হোসেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষা অর্জনের উৎসাহ সৃষ্টি হয়, তা আগামী দিনে জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।