চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত। সমাজসেবা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত ব্যক্তিবর্গকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও ফারুক হোসেন, জুলাই যোদ্ধা হৃদয় সরকার প্রমুখ। সভায় শিক্ষক, সমাজসেবক, নারী সমাজকর্মী, জুলাই যোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।