চাঁদপুরের মতলব উত্তরের সটাকী ও ষাটনল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) রাতে অযাচিত ঘোরাফেরা ও কিশোর গ্যাং অপরাধে জড়িত থাকা সন্দেহে আটক করা হয় তাদের। আটকের পর তাদের কাউন্সিলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
অভিযানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের নেতৃত্বে এসআই জাফর আহমেদ, এসআই মিজানুর রহমান, এসআই দেলোয়ার হোসেন, এএসআই জহিরুল ইসলাম খন্দকার, এএসআই মিলন শেখসহ ফোর্স উপস্থিত ছিলেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক মতলব টুডে ডটকমকে বলেন, মতলব উত্তরে শান্তি ও শৃঙ্খলতা বজায় রাখতে তাদের এই অভিযান চলমান থাকবে।