আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১১:৪১

সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

618 Views

নিয়মবহির্ভূত ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। ফলে নির্মাণাধীন সড়কগুলো একদিকে যেমন জনসাধারণের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটছে বলে দাবি স্থানীয়দের।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৃত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বদলে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও বিএনপি-যুবদল সংশ্লিষ্টদের দ্বারা হচ্ছে এসব নির্মাণকাজ। এমনকি অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই নির্মাণকারীদের সঙ্গে।

কালীপুর-ছেঙ্গারচর ও ছেঙ্গারচর-এখলাসপুর সড়কের নির্মাণকাজ চলছে ধীরগতিতে এবং সেখানে নিম্নমানের ইটের সুরকি ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কোনোরকম সতর্কতা বা সাইনবোর্ড না বসিয়ে সড়কটি খোলা রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

জানা গেছে, কালীপুর-ছেঙ্গারচর সড়কসহ প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের জন্য এলজিইডির অধীনে প্রায় ৪২ কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে আইইএমই ও নোনা ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তদারকির অভাবে কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার কোনো সদুত্তর মেলেনি।

ষাটনল-ছেঙ্গারচর এবং কালিপুর-উপজেলা পরিষদ সংযোগ সড়কের উন্নয়ন প্রকল্পের কাজেও অগ্রগতি নেই। যথাক্রমে ৬২ ও ৬৭ লাখ টাকার এই দুটি প্রকল্পও ধীরগতির শিকার। এছাড়াও উপজেলার অর্ধশতাধিক ছোট-বড় প্রকল্পে একই ধরনের অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির অন্যতম ঠিকাদার রিপন পাটোয়ারী’র কয়েক কোটি টাকার সংযোগ সেতু, কালভার্ট, রাস্তার প্রকল্প নির্মাণাধীন। আওয়ামী ঠিকাদার হওয়ায় তিনি এখন সরাসরি এসব কাজের তদারকি করছেন না। দায়িত্ব দিয়েছেন স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের।

ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামে দেড় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম মাঝি। অভিযোগ রয়েছে, প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে পুরনো পিচের গুড়ো ও নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তার বক্স ভরাট করা হচ্ছে।

এছাড়াও সড়ক প্রশস্ত করার জন্য ব্যক্তি উদ্যোগে রোপণ করা বহুমূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। এতে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি মানুষ তাদের সম্ভাব্য আর্থিক সম্পদ থেকেও বঞ্চিত হচ্ছেন।


ঠিকাদার রিপন পাটোয়ারীর উদাসীনতায় নিয়মবহির্ভূতভাবে রাস্তার বক্স কেটে সড়কটি গত তিন মাসের বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাইয়ের দায়িত্ব চাঁদপুর জেলা এলজিইডি কার্যালয়ের। তবে চাঁদপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!