আজ বৃহস্পতিবার

৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১১:১২

বিএনপি একক কোনো ব্যক্তির কাছে জিম্মি নয়: তানভীর হুদা

204 Views

মতলব উত্তরে বহিষ্কারকাণ্ডে দলীয় শৃঙ্খলা, নির্দেশনা এবং দলের ভাবমূর্তির বিষয়ে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীর পুত্র তানভীর হুদা।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে তানভীর হুদা তার পোস্টে উল্লেখ করেন, দলের প্রতিটি নেতা-কর্মীর উচিত সাধারণ মানুষের কাছে দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন সব কাজ থেকে নিজেকে বিরত রাখা। মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়।জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। ধন্যবাদ।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ জুলাই) চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তরের ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসাথে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!