চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ছয় ঘণ্টা পর ৬ বছরের আরাফাত নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু ফতেহপুর পূর্ব ইউনিয়নের সিপাহীকান্দি গ্রামের আবুল কালাম ভুইয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে ধনাগোদা নদীতে দুই ভাই শাপলা তোলতে গেলে তাদের পিছু নেয় শিশু আরাফাত। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তাকে খুঁজে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
পরে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অনেক খোঁজাখোজির পর ধনাগোদা নদীর পাশের ব্লকের মাঝ থেকে উদ্ধার করা হয় শিশু আরাফাতকে।
এ ঘটনায় বারবার খেই হারিয়ে ফেলছেন নিহতের স্বজনরা, শোকের মাতম ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।