চাঁদপুরের মতলব উত্তরের অন্যতম ছেংগারচর টু মতলব আঞ্চলিক সড়কের ঠাকুরচর আউলিয়াবাগ মোড়ে দীর্ঘদিন ধরে স্তুপ অবস্থায় পড়ে আছে ইট-বালিসহ নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী। এতে যান চলাচলে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি।
শুক্রবার (৩০ জুলাই) নির্মাণ সামগ্রীর সাথে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, এই অব্যবস্থাপনার ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।
জানা যায়, সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখার ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। অন্যতম ব্যস্ততম এই সড়কে
ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, আর দুর্ভোগে পড়ছেন পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার উন্নয়নকাজের জন্য এসব যন্ত্রপাতি ও সামগ্রী ফেলে রাখা হয়েছে। কিন্তু সেগুলো নির্দিষ্ট কোনো স্থানে না রেখে ফেলে রাখা হয়েছে সড়কের ওপরেই। এতে প্রায়ই মোটরসাইকেল আরোহী, সিএনজি, অটোরিকশাসহ পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘নির্মাণসামগ্রী সড়কে এভাবে ফেলে রাখা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে রাতের বেলা কোনো যানবাহন এসব সামগ্রীর সঙ্গে ধাক্কা খেলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এগুলো সরানো প্রয়োজন।’