আজ রবিবার

৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

রাত ৪:০৬

৬ ফেক আইডির বিরুদ্ধে ছাত্রদলের আহ্বায়কের জিডি

8 Views

৬ ফেক আইডির বিরুদ্ধে ছাত্রদলের আহ্বায়কের জিডিচাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি থেকে অপপ্রচার ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এ ঘটনায় তিনি ৬টি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের কারণে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ছাত্রনেতা ফয়েজীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে আসছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, “বড় ভাই”, “Shorab Sohan”, “Nupur Akter”, “নূর মোহাম্মদ”, “বিজয়ের বাংলাদেশ” এবং “Md Misty” নামের একাধিক ফেসবুক আইডি থেকে আমার ছবি, রাজনৈতিক দল বিএনপির লেটারপ্যাড ও নানা মনগড়া, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। এতে আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

জিডিতে আরো উল্লেখ্য রয়েছে, এসব পোস্টের স্ক্রিনশট থানায় দাখিল করা হয়েছে এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, আমি দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন ফেক আইডি থেকে আমার ছবি ও বিএনপির প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব পোস্টের কারণে আমি পরিবার, সমাজ ও রাজনৈতিক মহলে বিব্রত অবস্থায় পড়েছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, এসব ফেক আইডির হোতাদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক নিশ্চিত করে বলেন, ঘটনার একটি জিডি গ্রহণ করা হয়েছে (জিডি নং: ১৪১৬, তারিখ: ৩০ জুলাই ২০২৫)। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!