চাঁদপুরের মতলব উত্তরে ছয় কেজি গাঁজাসহ আল আমিন মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সিপাইকান্দি এলাকার বেড়ীবাধে থেকে তাঁকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকরর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ৩, এএসআই মনির হোসাইন, এএসআই জহিরুল ইসলাম খন্দকার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় সিপাইকান্দি এলাকার বেড়ীবাধ পাঁকা রাস্তার উপর থেকে ছয় কেজি গাঁজাসহ কারবারি আল আমিন মোল্লা গ্রেপ্তার করা হয়।
আল আমিন মোল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামের মফিজুল ইসলাম মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।