চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে মতলব টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর টিম ও মতলব উত্তর থানা পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানটি সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় ৯টি মামলায় মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি, একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশের হেফাজতে রাখা হয়। জনসচেতনতা বাড়ানো ও যানবাহনের লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই অভিযান এলাকার জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।