মতলব উত্তরে ১০৫ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন প্রধান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) নাউরী আদর্শ ডিগ্রি কলেজ গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল বড়হলদিয়া গ্রামের নেছার উদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই মোঃ মনির হোসাইন, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।