আজ বুধবার

৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ১১:০৯

ব্যস্তময় মতলব বাজারকে দখলমুক্ত করলেন ইউএনও

57 Views

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে ফুটপাত দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট আমজাদ হোসেন। এছাড়া ৩ প্রতিষ্ঠান মালিকক ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে মতলব বাজারে যানবাহন এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং হকারমুক্ত করণের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ করে মতলব ফলপট্রি, কাচাঁ বাজার, মেইন রোডসহ জনগুরুত্বপূর্ণ সড়ক দখল চৌকি বসানো ফুটপাত দখলমুক্ত করা হয়। অপরদিকে মসজিদ পট্টি ফয়েজের মুদী দোকানে ১০ হাজার টাকা, চাঁদনী ফ্যাশনের ৫ হাজার টাকা এবং সরকারি জায়গা দখল করে ভবন নির্মানের অপরাধে জয়দেব দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য অনুরোধ করে বলেন, আইন অমান্য করে পুণরায় ফুটপাত বন্ধ করে ব্যবসা করবেন না।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ,মতলব পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম এবং সাংবাদিকবৃন্দ।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!