আজ বুধবার

৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ই সফর, ১৪৪৭ হিজরি

এখন সময়:

সকাল ৯:১০

মতলব উত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল

49 Views

চাঁদপুরের মতলব উত্তরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে ছেংগারচর কারীমিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মো. হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. ডালিম চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক অনন্য ঘটনা। আজকের এই দিন আমাদেরকে নতুন করে শপথের কথা মনে করিয়ে দেয়। সংবিধান, রাষ্ট্র ও সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলনের পথ অব্যাহত থাকবে। গত বছরের ঠিক এই দিনে অবৈধ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই এই স্বৈরশাসনের অবসান ঘটেছে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মতলব উত্তর সহ সভাপতি মুফতী মামুনুর রশীদ, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আতাউল্লাহ মহসিন, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. রফিকুল ইসলাম মতলব উত্তর, যুব আন্দোলনের সভাপতি মো. খোরশেদ আলম, ইসলামী আন্দোলন ছেংগারচর পৌরসভার সভাপতি গাজী মো. এমদাদুল হক মানিক, সেক্রেটারি মো. আলমগীর হোসেন প্রমুখ।

মিছিল ও সমাবেশে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং “৩৬ জুলাই হউক ইসলামী বিপ্লবের অনুপ্রেরণা” শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

Share This Article
Leave a Comment

শেয়ার করুন:

শীর্ষ সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!