বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে গণজাগরণ তৈরির লক্ষ্যে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে থানা সড়ক ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এস.এম. রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, ওলামা পরিষদের সভাপতি মো. হোসাইন আহমেদ ও যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এই কর্মসূচিতে।